Khoborerchokh logo

কাঁদা ছোঁরায় আট বছরের শিশু দিপুকে পানিতে ফেলে হত্যা,দু জন আটক । 150 0

Khoborerchokh logo

কাঁদা ছোঁরায় আট বছরের শিশু দিপুকে পানিতে ফেলে হত্যা,দু জন আটক ।


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া মিরপুরে কাঁদা ছোঁরায় আট বছরের শিশু দিপুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার) বিকাল ৬ টার সময় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়ীয়া ইউনিয়ন গোবিন্দপুর গ্রামে রাজন আলীর ছেলে দিপু।
পরিবারের সদস্যরা জানান শিশু দিপু মাঠে ঘুড়ি উড়ানোর কথা বলে বাড়ী থেকে বের হয়। এ সময় মাঠে থাকা বাড়ীর প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে তাজিম (৩০) এর গাঁয়ে কাঁদা ছোড়ে শিশু দিপু। তাজিম রেগে গিয়ে শিশু দিপুকে পানা ভর্তি পুকুরের ভিতরে ছোড়ে ফেলে দেয়। শিশুটি সাঁতার জানায় সে কিনারায় আসলে পুনরায় তাজিম তাকে দুরে ছোড়ে দিলে শিশুটিকে আর খুজেঁ পাওয়া যায়নি।
ঘটনাস্থলে স্থানীয় লোকজনদের সহায়তায় পুকুরে খোঁজাখুজি করতে থাকলে শিশুটিকে পাওয়া গেলে সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। লাশ পোষ্টমডেম করার জন্য মর্গে প্রেরণ করেন চিকিৎসক।
এ বিষয়ে কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন ঘটনাস্থলে গিয়ে আমরা একই এলাকার নাজিম প্রামানিকের ছেলে তরিকুল ইসলাম ও নিজাম উদ্দিনের ছেলে তাজিমসহ দুজনকে আটক করতে সক্ষম হই। তবে তদন্ত আরও চলবে বলে তিনি জানান ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com